মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন ইত্তেহাদুল আয়িম্মাহ্ পরিষদের উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেস্বর) কালিয়াইশ রসুলাবাদ ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অডিটোরিয়াম হল রুমে আলেমদের নিয়ে কুরআন সুন্নাহভিত্তিক আলোচনা করা হয় এই সম্মেলনে।
গারাংঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মহিউদ্দিন এর সভাপতিত্বে ও আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নেজাম উদ্দিন।
ওলামা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলাবাদ ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তাজুল ইসলাম। সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা ক্বারী মুজিবুল হক, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আবু ছালেহ, মাওলানা ওমর ফারুক, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবুল কালাম, মাওলানা আবু তৈয়ব, মোহাম্মদ বেলাল প্রমুখ।
Leave a Reply