জয়নাল আবেদীন, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউপির বাগগুজারা এলাকার বাসিন্দা গত ১৬ জুলাই চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা মোঃ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে গেলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিহত ওয়াসিমের বাসায় গিয়ে তিনি পরিবারের খোঁজখবর ও সদস্যদের সান্ত্বনা দেন।
এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, কিছুদিন আগে ভারতে আমার সাথে সাক্ষাতে যান ওয়াসিম আকরাম। ২য় স্বাধীনতার গণঅভ্যুত্থানে ২য় শহীদ আমাদেন মোঃ ওয়াসিম আকরাম। জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দেয়ায় আজ ছাত্র-জনতা ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছে দেশ। ওয়াসিমের পিতা মাতার গর্ববোধ করা উচিত কারণ ছেলের রক্তের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে।
এ সময় পেকুয়া উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের শীর্ষ নেতা, ওয়াসিমের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার কোটা সংস্কার আন্দোলন চলাকালে পেকুয়ার সন্তান চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরাম গত ১৬ জুলাই চট্টগ্রামে নিহত হন।
Leave a Reply