আজ ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে দূর্গাপূজার প্রস্তুতি এবং আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও প্রস্তুতিসভা ২৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ উপজেলা দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার মেজর মোঃ নাফিস, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, আনসার-ভিডিপি কর্মকর্তা মো. জাকির হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মোহাম্মদ ছাবের আহমেদ, উপজেলা খাদ্য পরিদর্শক, দোহাজারী খাদ্য গুদাম অফিসার মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের ট্যাগ অফিসারবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরূপ রতন চক্রবর্তী, বর্তমান সাধারণ সম্পাদক রুবেল দেব, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক কুমার দে, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দে, অপরাংশের আহ্বায়ক বিষ্ণুযশা চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো, প্রকৌশলী ভবশংকর ধর, বিপ্লব চৌধুরী, সন্তোষ দাশগুপ্ত, প্রকাশ ঘোষ, খগেন্দ্র নাথ, রূপন কুমার সুশীল, বাবু দাশ বাবলু, সাধন নাথ, ভবতোষ শীল, সৈকত দাশ ইমন, প্রদীপ হোড়, টিংকু ধর, তপন বিশ্বাস ছাবু, সুনীল কান্তি দে, টিংকু ধর, রিপন দেব, পলাশ নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু, শান্তি-শৃঙ্খলার মাধ্যমে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর