আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে নতুন লিও ক্লাব অব চিটাগং গ্রীন সিটি’র আত্মপ্রকাশ


ক্লাবের সভাপতি লিও আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক লিও আবিরুল হক

সম্প্রতি আন্তর্জাতিক লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর অধিনে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম গ্রীণ সিটি’র স্পন্সরে নিম্নোলিখিত ল্লিখিত ৩০ সদস্যদের নিয়ে ‘লিও ক্লাব অব চিটাগং গ্রীণ সিটি’ নামকরনে নতুন লিও ক্লাব গঠিত হয়েছে।

ক্লাবটিতে লিও চাটার এ্যাডভাইজার হিসেবে লায়ন মোহাম্মদ কামরুজ্জামান এমজেএফ,কো-এ্যাডভাইজার লায়ন নোমান উল্লাহ বাহার,চাটার প্রেসিডেন্ট লিও আব্দুল মন্নান হৃদয়,চাটার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান, চাটার সেক্রেটারী লিও আবিরুল হক আবির, চাটার ট্রেজারার লিও ফাতেমা তুজ জোহরা, জয়েন্ট সেক্রেটারি লিও মোঃ তানজিদুল ইসলাম, লিও জুয়াইরিয়া হক, লিও ফারজানা আক্তার মুন্সি, লিও আসিফ করিম সাকিব, লিও মোহাম্মদ রাশেদুল ইসলাম, লিও মোঃকাইছান, লিও ফাহিম মুনতাসীর, লিও মোঃ রবিউল হোসেন, লিও মোঃ জিবরানুল করিম চৌধুরী, লিও শাহারিয়াজ চৌধুরী ইরাজ, লিও রিফাত চৌধুরী, লিও মোঃ জুনায়েদুল ইসলাম রিয়াদ, লিও মোঃ নাইমুল ইসলাম, লিও ওয়াকার আলি, লিও প্রান্ত চৌধুরী পূজান, লিও মোঃ আজিজুর রহমান চৌধুরী, লিও মোঃ ফজলুল করিম, লিও আব্দুর রহমান রবিন, লিও খোরশেদুল আলম, লিও আনোয়ার সাদেক, লিও শোয়েব উদ্দিন হিরু, লিও মোহাম্মদ আসিফ হোসেন, লিও জিনান রাওয়া, লিও সাকিল আহমেদ, লিও মোহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর