নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় টার্ফ নিয়ে সংঘর্ষে যুবক খুনের ঘটনায় মো. তারেক (২৪) নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব।সোমবার র্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে, নগরীর চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মো. তারেক নগরীর চান্দগাঁও এলাকার মোঃ রফিকের ছেলে। নিহত জুবায়ের উদ্দিন বাবু (২৬) চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা এবং সিটি গেইট এলাকায় মোবাইল ব্যাংকিং কোম্পানিতে কর্মরত ছিল।র্যাব সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ মাঠ উদ্বোধন উপলক্ষে খেলার আয়োজন করা হয়। নিহত জুবায়ের উদ্দিন বাবু উক্ত স্পোর্টস জোনের টার্ফে খেলা দেখার জন্য মাঠ এলাকায় অবস্থান করছিলেন। স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন শেষে খেলার শুরুর পূর্ব মূহূর্তে মো. তারেক এবং তার অন্যান্য সহযোগিরা স্পোর্টস জোনের মালিক পক্ষের সাথে পূর্ব শত্রæতার জেরে পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে স্পোর্টস জোনে প্রবেশ করে অতর্কিতভাবে চান্দগাঁও স্পোর্টস জোনের টার্ফে অবস্থান করা মালিক পক্ষ, আয়োজক কমিটির লোকজনসহ সাধারণ দর্শকদের উপর হামলা করে। এ সময় ভিকটিম জুবায়ের উদ্দিন বাবুসহ বেশ কয়েকজন সাধারণ দর্শক গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়।পরর্বতীতে মাঠে থাকা অন্যান্য দর্শকরা ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উক্ত ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় ৪০ জন উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৭ এর সদস্যরা।জানা গেছে, চান্দগাঁও স্পোর্টস জোন কমপ্লেক্সটি চট্টগ্রাম সিটি করপোরেশনের। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ৩৫ দশমিক ২২ কাঠা জায়গায় নির্মাণ করা হয় এ আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। এর আগে চলতি বছরের জুন মাসে এটি উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।সিটি করপোরেশন সূত্র জানায়, স্পোর্টস কমপ্লেক্সটি ১০ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। তবে মোশাররফ হোসাইন নামের কাউ
Leave a Reply