আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাটগাঁর সংবাদ কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বহুল প্রচারিত ডিএফপিভূক্ত সাপ্তাহিক “চাটগাঁর সংবাদ” এর নবগঠিত সম্পাদনা পরিষদ নিয়ে নতুন করে বাজারে যাচ্ছে নিয়মিত। এ উপলক্ষে চাটগাঁর সংবাদ কার্যালয়ে এক খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ‘চাটগাঁর সম্পাদক’ পত্রিকার উপদেষ্টা সম্পাদক তরুন উদ্যোক্তা খালিদ হাসান রিফাত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপদেষ্টা সম্পাদক ইমরান আহমদ। পত্রিকার বার্তা সম্পাদক এনামুল হক রাশেদীর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেনপত্রিকার নির্বাহি সম্পাদক মোস্তফা কামাল নিজামী, এডভোকেট আব্দুল আজিজ রুবেল, আল কামাল সানিম, স্টাফ রিপোর্টার মোঃ দিদারুল ইসলাম ও মহানগর প্রতিনিধি আহসান উদ্দীন পারভেজ প্রমূখ ।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তরুন উদ্যোক্তা রিফাত বলেন, ‘চাটগাঁর সংবাদ’ পত্রিকা হবে বৃহত্তম চট্টগ্রামসহ সারা দেশের দল-মত, ধর্ম-বর্ণ সকল পাঠকের প্রিয় পত্রিকা। দেশ, মাটি ও মানুষের কল্যাণে সত্য উদ্‌ঘাটনে “চাটগাঁর সংবাদ” পত্রিকার চৌকস সাংবাদিক টিম মাঠে ময়দানে তাদের অনুসন্ধিৎসু দৃষ্টিভঙ্গি দিয়ে দিবারজনী কাজ করবে। উপদেষ্টা সম্পাদক রিফাত আরো বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি পূর্ণ আনুগত্য রেখে সত্য প্রকাশে অবিচল থাকবে চাটগাঁর সংবাদ। খতমে কোরআন, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর