চট্টগ্রাম সংবাদদাতা >>>জুলাই বিপ্লবে দেশব্যাপী ছাত্র -জনতা ও শ্রমিক হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২০ সেপ্টেম্বর রোজ শুক্রবার নগরীর বাকলিয়া থানা শ্রমিক অধিকার পরিষদ এর আয়োজনে একটি হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন দীর্ঘ ১৬ বছরের সীমাহীন নিপীড়ন, নির্যাতন,দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি।বেসরকারি এক রিপোর্টে জুলাই বিপ্লবে ১৪২৩ জন হত্যাকান্ডের বিষয়ে আমরা জানতে পেরেছি।জুলাই বিপ্লবের এ গণহত্যায় সহস্রাধিক শহীদের উল্লেখযোগ্য একটি অংশ শ্রমজীবী মানুষ। এদের পরিবারের অবস্থা খুবই করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শহীদ শ্রমিক পরিবারের পাশে থাকার আহবান জানানো হয়। বক্তারা আরো বলেন,স্বৈরাচারের দোসররা দেশকে অশান্ত করার চক্রান্তে এখনো লিপ্ত। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।এসময় চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক অধিকারের সভাপতি আব্দুর রহমান, বিশেষ অতিথি কেন্দ্রীয় সেক্রেটারী সোহেল রানা সম্পদ,গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নাহার ডলি সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Leave a Reply