আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে জশনে জুলুস


মো. নুরুল আলম, চন্দনাইশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে জশনে জুলুছের শোভাযাত্রা ও দোয়া মাহফিলে করেছে চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা। চট্টগ্রাম দক্ষিণ জেলার সর্ববৃহৎ জশনে জুলুস এটি। এতে রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে জুলুছে অংশ নেন। জুলুছের সদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করেন জাঁহাগীরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের পীর মাওলানা সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ মমতাজি।

এতে বক্তারা বলেন, মহান আল্লাহ ইসলামকে রাসূল করিম (সঃ) এর মাধ্যমে মানুষের কাছে পরিপূর্ণ ধর্ম হিসেবে পৌঁছে দিয়েছেন। মানবতার মুক্তির জন্য রাসূল (সঃ) অগ্রদূত হিসেবে কাজ করেছেন। পবিত্র কোরআন ও হাদিস শরীফ চর্চার মাধ্যমে দ্বীন ইসলামকে ধরে রাখার জন্য তিনি আমাদের কাছে রেখে গেছেন। রবিউল আউয়াল মাস ও ঈদে মিলাদুন্নবী (সঃ) পালনের মাধ্যমে দ্বীন ইসলামের অনুসারিদের আলোকিত জীবনের অধিকারী হতে হবে।

সভায় বক্তারা আরও বলেন, প্রিয় নবীজির (সা.) শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিস দ্বারা প্রমাণিত। এ ছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে, এ জুলুছ নতুন কিছু নয়। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে, এটা নবীপ্রেমের বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে কাঞ্চননগর শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ থেকে একটি জুলুছের শোভাযাত্রা চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া খাঁনহাট, কলেজ গেইট ও রৌশনহাট এলাকাসহ বেশকটি এলাকা ঘুরে পুনরায় দরবার শরীফে ফিরে আসে। জুলুছে দশ হাজারেরও বেশি মমতাজিয়া দরবারের ভক্ত, মুরিদ, আশেকান নবী প্রেমিক উপস্থিত ছিলেন।

জুলুছ ও মাহফিলে শাহজাদা মাওলানা খাজা মোহাম্মদ মোবারক আলী, শাহজাদা মাওলানা মোহাম্মদ মনজুর আলী, আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়ার ট্রাস্ট’র নির্বাহী পরিচালক শাহজাদা মাওলানা মুহাম্মদ মতি মিয়া মনসুর, শাহজাদা মাওলানা আহসান আলী, শাহজাদা মাওলানা হাসান আলী, শাহজাদা মাওলানা মীর মুহাম্মদ মঈন উদ্দিন, মাওলানা মুফতি আলী আহমেদ, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, মাওলানা অলী আহমদ,মাওলানা মোহাম্মদ আবদুর রহমান,মাওলানা মুফতী আহমদ হোসেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল রহিম,টেক্স কমিশনার মুহাম্মদ জাকির হোসেন, মেজর (অবসরপ্রাপ্ত) আদনান নবীন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলম প্রমুখ সহ অন্যরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর