আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ার ধামাইরহাট বাজারে পাল্টাপাল্টি আহবায়ক কমিটি


এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া 

রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধামাইরহাট ব্যবসায়ী সমিতির পাল্টাপাল্টি আহবায়ক কমিটি করা হয়েছে। ৮ ও ১১ সেপ্টেম্বর পাল্টাপাল্টি এই দুটি আহবায়ক কমিটি করা হয়। তবে বাজারটি সরকারি হওয়ায় নিজেদের দেওয়া আহবায়ক কমিটি দিয়ে বাজার স্বার্থ রক্ষা করতে পারে তবে সমিতি হবেনা। তাছাড়া বাজার সমিতির কার্যক্রম ইতিমধ্যে অকার্যকর বলে জানিয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা।

খবর নিয়ে জানা যায়, ৮ সেপ্টেম্বর কমিটিতে নুরুল ইসলাম নুরুউদ্দীনকে আহবায়ক ও ওয়াকিল আহমদকে সদস্য সচিব করে ১৫ জন বিশিষ্ট কমিটি করা হয়েছে। অন্যদিকে ১১ সেপ্টেম্বরের কমিটিতে ইঞ্জিনিয়ার মো. শাহ আলমকে উপদেষ্টা করে ১৭ জন বিশিষ্ট কমিটি করা হয়েছে। এদিকে একই বাজারে পাল্টাপাল্টি দুটি আহবায়ক কমিটি হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে দ্বিধাদ্বন্ধের সৃষ্টি হয়েছে।

একাধিক সূত্র ও সাধারণ ব্যবসায়ীরা জানান, এই বাজারে মূলত একটা অর্থ আগের কমিটির হাতে জমা আছে। বিগত কমিটি থেকে এই টাকা উদ্ধার করতে মূলত আহবায়ক কমিটি গুলো করা হচ্ছে। এদিকে বিগত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা জানান, বাজারে দুটি আহবায়ক কমিটি করা হয়েছে। আমরা আগের কমিটির সবাই মিটিং এর মাধ্যমে কাদের হাতে হস্তান্তর করবো সে বিষয়ে সিদ্ধান্ত নিব।

৮ সেপ্টেম্বরের করা কমিটির একজন জানান, আমরা মূলত বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে এই আহবায়ক কমিটি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি। আমরা চাই বাজারকে ঘিরে যেসকল দূর্ণীতি করা হয়েছে সবকিছুই হিসাব নিতে। বাজার সমিতি নির্বাচনে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব।

১১ সেপ্টেম্বর করা পাল্টা কমিটির একজন জানান, মূলত বাজার সমিতিতে সবাইকে না জানিয়ে আগের আহবায়ক কমিটি করা হয়েছে। এছাড়াও বাজারে বড় আকারের অর্থ জমা আছে। আমাদের বাজারে পুরাতন একটা একাউন্ট আছে। আমরা এই একাউন্টে টাকা গুলো জমা রাখতে চাই। এছাড়া বাজারের সব ধরনের হিসাব আগের দূর্নীতিগ্রস্ত কমিটি থেকে যাতে সাধারণ দোকানীদের হাতে আসে সেজন্য এই কমিটি করা হয়েছে। আমরাও ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করেছি।

পাল্টাপাল্টি দুটি আহবায়ক কমিটির বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না জানান, দীর্ঘদিন যাবত বাজারটি অকার্যকর হিসেবে আছে। বাজারটিতে ইতিমধ্যে দুইবার নোটিশ বাতিল হয়েছে। আগের কমিটিকে আমরা বারংবার ডাকার পরেও তারা আমাদের সাথে যোগাযোগ করেনি। এখন যদি বাজার সমিতি আবার করতে চাই তাহলে প্রশাসনিকভাবে জেলা থেকে বাজারটিকে আগে কার্যকর করতে হবে। এরপর উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করা হবে। ব্যবসায়ীদের স্বার্থে কেউ বাজার দখলে নিলে সেটা আলাদা হিসাব। কিন্তু আহবায়ক কমিটি দিয়ে সমিতি হবেনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, বিষয়টি উপজেলা প্রশাসন থেকে দেখা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর