আজ ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়া পুরানগড়ে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ১১৮ জনকে আসামী করে মামলা


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জন সহ মোট ১১৮ জনের বিরোদ্ধে বাংলাদেশ দন্ডবিধির ১৪৩/৩২৩/৩৫৭/৩৮০/৩৮৫/৪২৭/৪৪৮/৩৫৪ ও ৫০৬(২) ধারায় সুনির্দিষ্ট অভিযোগে আসামী করে সাতকানিয়া সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করা হয়েছে। মামলা নং সিআর-৬০০ তারিখ- ২/৯/২০২৪ ইং।গত ৭ সেপ্টেম্বর পুরানগড় ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ ইসমাইল বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজহারে উল্লেখ করা হয়, পুরানগড় ইউপি চেয়ারম্যান আ,ফ,ম মাহবুবুল হক সিকদারের নেতৃত্বে শাহনেওয়াজ, আমানুর রশিদ হিরু, আরিফুল ইসলাম আরিফ, আজিম সিকদার, আতাউল, শাহ আজিজ, জিহাদ, মুনতাছির, সাকিব, হাসান ড্রাইভার সহ পতীত স্বৈরাচারী সরকার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের শতাধিক সন্ত্রাসী ৪ আগস্ট সকাল ১১ টার সময় পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদস্থ ৮/৯ নং ওয়ার্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদানের উদ্দেশ্যে জড়ো হলে ১ নং আসামীর নেতৃত্বে সন্ত্রাসীরা বন্দুক, কিরিচ, লোহার রড, হকিস্টিক, লাটি নিয়ে “জনে জনে খবর দে- একদফা কবর দে/ শেখ হাসিনার ভয় নেই- রাজপথ ছাড়ি নাই” শ্লোগান দিতে দিতে পরিকল্পিতভাবে বাদী ও তার সাথে থাকা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা কর্মিদের উপর হামলা, দোকান লুট, ঘর ভাংচুর, নারীদের শ্লিলতাহানীর চেস্টা করে বাদী, তার সহকর্মিদের আহত ও সমুহ ক্ষতি সাধন করে বলে উল্লেখ করে। এ ব্যাপারে কেউ প্রতিকার চাইলে ঘর ছাড়া করা সহ জানে মেরে ফেলারও হুমকি প্রদান করে। তখন পরিস্থিতি প্রতিকূলে থাকায় ছাত্র আন্দোলনে স্বৈরাচারের পতন হওয়ার পর ন্যায় বিচারের প্রত্যাশায় বাদী মাননীয় সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ দন্ড বিধির সুনিদ্দৃষ্ট ধারায় মামলাটি দায়ের করে বলে জানায়।মামলার ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়ার সহঃ পুলিশ সুপার (সার্কেল)  শিবলি নোমান বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে যতগুলি মামলা হচ্ছে সব মামলাগুলো আমলে নিয়ে সুষ্ট তদন্ত সাপেক্ষে আসামী গ্রেফতারে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে।3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর