আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিবেশ অধিদপ্তর

বেআইনীভাবে পাহাড় কেটে বসতি, ১১ জনের বিরুদ্ধে মামলা


চট্টগ্রামের বায়েজিদে বেআইনীভাবে পাহাড় কেটে বসতি স্থাপনের অপরাধে ১১ জনের বিরুদ্ধে মামলা পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন।

পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) হিল্লোল বিশ্বাস জানান, অনুমতি না নিয়ে পাহাড় কাটা হয়েছে। নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশ মারাত্মক ক্ষতিসাধন হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের শুনানীর জন্য নোটিশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। সার্বিক বিবেচনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন, মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব (৫৫), মোস্তাক আহমেদ (৪৮), মো. আজিজুল হক (৩৫), আবদুল মান্নান (৩৫), আবদুল মাবুদ (৪৫), মো. ইমরান হোসেন (৫০), আনছার উল্লাহ (৩৮), রোকেয়া বেগম (৩৫), সিপতাহুল জান্নাত (২০), কামরুন নাহার (২৪), দেলোয়ার হোসেন (৭০)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর