অনলাইন ডেস্ক
বাংলাদেশে বিভিন্ন খাতে ‘২৬ লাখ ভারতীয় কাজ করে’ বলে জানিয়েছে আওয়ামী লীগ। তাদের ‘বিদায় করে’ দেশের তরুণদের চাকরির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে দেওয়া আওয়ামী লীগের ওই ফেসবুক পোস্টে বলা হয়, ‘মাননীয় উপদেষ্টা–২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে, তাদের তালিকা করে, চাকরি থেকে বিদায় করে, দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে!’
ওই পোস্টে মন্তব্যের ঘরে আওয়ামী লীগের পেজ থেকে বলা হয়, ‘এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন, সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে। এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি।’
দলটির নিজস্ব ফেসবুকে করা এই পোস্টে অনেকে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপর্কমের তথ্য তুলে ধরে মন্তব্য করেছেন।
ওই পোস্টে একজন লিখেছেন, ‘তরুণদের দাবি, যাদের আপনারা বেওয়ারিশ হিসেবে দাফন করেছেন, লজ্জা করে না আপনাদের, এতো বড় এ কাজটা রাজনৈতিক দলের নেতা, চোরের মতো পালিয়ে গিয়েছে, এমন কোনো সেক্টর নাই যেখানে দলীয়করণ ও দুর্নীতি করে নাই, আরে সবকিছু বাদ দিলাম, বাইতুল মোকারামের ইমাম সাহেবও পালাইতে হয়েছে, নির্লজ্জ কোথাকার আবার দেশের মানুষরে উসকানি দিয়ে কথা বল, নিজের পাপের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে।’
আরেকজন লিখেছেন, ‘এতোদিন দেখতাম নেতায় পল্টি মারতো এখন আওয়ামী লীগে পল্টি মারছে।’
Leave a Reply