আজ ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঞ্চনা ইউনিয়নে রাস্তা মেরামতের কাজ করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা


রিপোর্ট আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম জেলার কাঞ্চনা ইউনিয়নের রাস্তা মেরামতের কাজ করছেন কাঞ্চনা ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কাঞ্চনা সেমবার (৩ সেপ্টেম্বর ২০২৪) বিকাল ৫ টার দিকে কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তাহের’র নেতৃত্বে কাঞ্চনা ইউনিয়নের ১ নং ২ নং ওয়ার্ড সকল দায়িত্বশীলের সহযোগিতায় রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করছেন নেতাকর্মীরা।এতে অংশগ্রহন করেন কাঞ্চনা ইউনিয়ন শাখার একাধিক নেতাকর্মীরা।সূত্রে জানা যায়- কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট থেকে সুই পুরা পযন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিলো। বিভিন্ন স্থানে গর্ত হয়ে যান্ত্রিক গাড়ি চলাচল তো দুরের কথা পায়ে হাটাও কষ্টকর হয়ে পড়ে। এমনকি ওই রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচল করে। প্রায় ঘটতো সড়ক দুর্ঘটনা।স্থানীয়রা জানিয়েছেন- দীর্ঘদিন ধরে বেহাল দশা অবস্থায় পরে থাকা এই রাস্তাটি অবশেষে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গত ৪ দিন ধরে মেরামতের কাজ করেছেন। এখন যান্ত্রিক গাড়ি চলাচল সুগম হয়েছে।এদিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের এ মহোতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাঞ্চনা ইউনিয়ন বাঁশি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর