আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিডিএ’র নতুন চেয়ারম্যান মো. নুরুল করিম


অনলাইন ডেস্ক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. নুরুল করিম। তিনি বর্তমান চেয়ারম্যান মো. ইউনুছের স্থলাভিষিক্ত হবেন। সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতিমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৭ অনুযায়ী মো. নুরুল করিমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

এর আগে গত ২৪ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছকে তিন বছরের জন্য সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। মাত্র চার মাস আট দিন দায়িত্ব পালন শেষে তাঁকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হলো।

সিডিএ’র নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের বাড়ি ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলাকুপা গ্রামে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর