আজ ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে কোরবান আলী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামে ২০ বছর পর কোরবান আলী হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। রোববার (০৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ এ-র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।র‍্যাব-৭ সূত্রে জানা যায়, কোরবান আলীর বিরুদ্ধে পটিয়া থানার মামলা নং- ২১, তারিখ- ২৭ আগস্ট ২০২৪ একটি হত্যা প্রচেষ্টা মামলা রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এজাহারনামীয় পলাতক আসামি মোঃ কোরবান আলী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন রাস্তার মাথায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল ২৯ আগস্ট আনুমানিক রাত ১০টার দিকে র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কোরবান আলীকে গ্রেফতার করে।পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সে সদলবলে গত ০৪ আগস্ট চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন আরাকান রোড এলাকায় দেশী এবং বিদেশী আগ্নেয়াস্ত্র দ্বারা ভিকটিমদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।গ্রেফতারি পরোয়ানা জারি হলেও দীর্ঘ ২০ বছর খোরশেদ আলম ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সর্বশেষ ২০ বছর পর ফটিকছড়ি থানার জুনিঘাটা এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার (৭ অক্টোবর) অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়।পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য খোরশেদ আলমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর