চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন এবং আহতাবস্থায় চিকিসা নিচ্ছেন আরও ২৫০ জন। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে জানানো হয়, ভূমিকম্পটি দেশটির প্রত্যন্ত অঞ্চলে মারাত্মকভাবে আঘাত হেনেছে, অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং স্থানীয় কর্তৃপক্ষকে জীবন বাঁচানোকে প্রথম অগ্রাধিকার দেয়া ও দুর্যোগ-কবলিত এলাকার মানুষকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করে প্রাণহানি কমানোর জন্য আহ্বান জানিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, সোমবার সিচুয়ান প্রদেশের কাঙডিঙ শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণপূর্বের ১০ কিলোমিটার গভীরে ৬.৬ রিখটার স্কেলে ভূমিকম্পটি আঘাত হানে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সিসিটিভির খবরে বলা হয়, এ ভূমিকম্পে আহত প্রায় আহতাবস্থায় চিকিৎসা নিচ্ছেন। ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, বিভিন্ন মহাসড়ক ভেঙে পড়ে এবং সাতটি ছোট থেকে মাঝারি আকারের জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।
Leave a Reply