আজ ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়া অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ৭ হাজার ইয়াবাসহ এক যুবক আটক


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>চট্টগ্রাম সাতকানিয়া কেরানিহাট নিজাম পেট্রলপাম্পের সামনে  অস্থায়ী চেক পোষ্ট পরিচালনা করে ৭ হাজার পিচ ইয়াবাসহ নুরুল আবছার নামে এক মাদক কারবারীকে আটক করেছে কক্সবাজার র‌্যাব ১৫।রবিবার ১৭ আগস্ট ২০২৪ রাত ১১.৩০ ঘটিকার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত নুরুল আবছার (৪৬)কক্সবাজার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মাদ্রসা পাড়া, ফুলছড়ী,এলাকার-মৃত আবুল শ্যামার পুত্র।কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবুল কালাম চৌধুরী আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,কক্সবাজার জেলার চকরিয়া হতে একটি সিলভার/এ্যাশ রঙের টয়োটা মাইক্রো (ঢাকা মেট্রো-চ, ১৩-৮১১৬) যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কেরানীহাট মেসার্স নিজাম উদ্দীন এন্ড ব্রাদার্স, ডিলার-যমুনা অয়েল কোং লিঃ পাম্পের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত স্থানে চেকপোষ্টে তল্লাশী করার একপর্যায়ে থামানোর সংকেত দিলে গাড়ীটি থামা মাত্রই র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তাৎক্ষনিক মাইক্রোর ড্রাইভার মাইক্রো থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‌্যাবের আভিযানিক টিম নুরুল আবছার নামে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ৭,(সাত হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়-নুরুল আবছার (৪৬) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে,গ্রেফতারকৃত মাদক কারবারী বেশ কিছু দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছে বলে জানায়।সে দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে পাইকারী দামে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় বেশী দামে বিক্রি করতো।উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কক্সবাজার র‌্যাব-১৫ কেরানিহাট অভিযান পরিচালনা করে নুরুল আবছার নামে এক মাদক কারবারিকে আটক করে আমাদের থানায় পাঠিয়েছেন,তার নামে মাদকদ্রব্য আইনে মামলা রজু করা হয়।আজকে সকালে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষ করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর