আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ


অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। এতদিন সভাপতি নাজমুল হাসান পাপনের অধীনে বোর্ডের ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পদত্যাগ করতে বলা হয়েছে আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকে। তারা দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক।

উল্লেখ্য, জালাল ইউনুস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছিলেন। এরপর ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। তখন থেকেই গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর