আজ ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জনপ্রতিনিধিদের পদত্যাগ-অবেধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে সাতকানিয়া ইউএনও বরাবর স্মারকলিপি


আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের জনপ্রতিনিধি-পৌরসভা মেয়র-ইউপি চেয়ারম্যানদের পদ বাতিল ছেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছে সাতকানিয়া ছাত্র-জনতা।রবিবার (১৮ আগষ্ট) বিকাল দুইটার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।ছাত্র জনতার স্মারকলিপির দাবিগুলো হুবহু হবে তুলে ধরা হলো।সাতকানিয়া উপজেলার সাধারণ ছাত্র-জনতার পক্ষ থেকে দাবিগুলো আপনার মাধ্যমে সরকারের নিকট দাবি জানাচ্ছি। আমাদের দাবি-সমূহ আপনার সম্মুখে পেশ করা হলো-পালাতক খুনি হাসিনার অবৈধ নির্বাচনে নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের পদত্যাগ করতে হবে।সকল অবৈধ চেয়ারম্যানদের রাষ্ট্রীয় সম্পদ সরকারের দপ্তরে ফেরত দিতে হবে।জনপ্রতিনিধিদের অবৈধ ভাবে উপার্জিত সকল সম্পদ বাজেয়াপ্ত করে আইনের মুখোমুখি করতে হবে।অতএব,আমরা সাতকানিয়া উপজেলার সাধারণ ছাত্র-জনতার পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি গুলো মেনে নেওয়ার জন্য আপনার নিকট অনুরোধ করতেছি।সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মিল্টন বিশ্বাস বলেন।সাতকানিয়ার ছাত্র জনতা তাদের স্মারকলিপির মাধ্যমে তিনটি দাবি উপস্থাপন করেন।অলরেডি জন প্রতিনিধিদের পদ বাতিল করার জন্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে।প্রজ্ঞাপনে সুস্পষ্ট বলা আছে।সরকার পৌরসভা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করবে।তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।এ পর্যন্ত ছাত্র জনতাদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর