আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাইট্যংপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার পরিচালিত অভিযানে ১.৭৯৩ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।
একই দিন অপর অভিযানে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দায়িত্বপূর্ণ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়েছে।
বিজয়বাংলা নিউজকে বিজিবি জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে বিজিবি সবসময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Leave a Reply