আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ পরিবারের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন জয়


অনলাইন ডেস্ক

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে দুদিন আগে বার্তা দেওয়ার পর সজীব ওয়াজেদ জয় এখন বলছেন, নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে তারা হাল ছেড়ে দিতে পারেন না।

জয় বুধবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে প্রকাশ করা এক ভিডিওতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান রেখেছেন।

গত সোমবার গণআন্দোলন ও জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেদিনই তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তিনি আর রাজনীতিতে ফিরবেন না বলে। এর দুদিন পরে এসে জয় বলছেন, তার পরিবার রাজনীতিতে ফিরবে।

তিনি বলেন, “বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, অনেককে হত্যা করা হয়েছে।

“এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন, গণতান্ত্রিক ও বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। ”

আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না মন্তব্য করে বঙ্গবন্ধুর নাতি জয় বলেন, “আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।

“যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, শেষ হয়ে যাবে না। এটাকে শেষ করা সম্ভব না।”

নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জয় বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারা ঘুরে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সাথে আছি। দেশে আমাদের নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত।”

আলোচনা করতে প্রস্তুত জানিয়ে জয় বলেন, “বর্তমানে যারাই আছে ক্ষমতায়, তাদের বলব- আমরাও একটি গণতান্ত্রিক, সুশৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই- জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ ও ভায়োলেন্স বাদ দেয়।”

দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনা সেখান থেকে কোন দেশে যাবেন, তা সে বিষয়ে এখনও কোনো পরিষ্কার বক্তব্য আসেনি তার পরিবার বা দলের পক্ষ থেকে। অবশ্য তিনি যে ভারতে বেশি দিন থাকতে পারছেন না, সে ইঙ্গিত দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

এ অবস্থায় শেখ হাসিনার পক্ষে দলের জন্য কাজ করা বা তার পরিবারের পক্ষে আওয়ামী লীগের হাল ধরার বিষয়টি কতটা বাস্তবতসম্মত সে প্রশ্ন সামনে আসার মধ্যেই সজীব ওয়াজেদ বলছেন, তারা হাল ছেড়ে দেবেন না।

“শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না।”

ভিডিও বার্তার সঙ্গে দেওয়া স্ট্যাটাসে জয় বলেন, “সাধারণ মানুষ ও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এই অবস্থায় আমরা বসে থাকতে পারি না। বঙ্গবন্ধুর পরিবার বাংলাদেশের মানুষের সাথে আছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর