অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন চলছে। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে তাদের প্রতিরোধে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাও। এই পরিস্থিতিতে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
রবিবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বন্ধের এ নির্দেশ দেয়া হয়। দুপুর ১টার দিকে বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা জানিয়েছেন, তারা ফোর-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।
এর আগে টেলিযোগাযোগ সূত্রগুলো জানায়, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলো মোবাইল অপারেটরকে।
এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।
Leave a Reply