আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম সাতকানিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।(৩১ জুলাই) বুধবার বেলা ১২টায় সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করাহয়।উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা ও ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী।উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদন খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরপ ৪ জনকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়ছে। নির্বাচিতরা হলেন- উপজেলা পর্যায়ে সফল মাছ উৎপাদনকারী ইয়াছিন আরাফাত বাবুল, সফল পোনা উৎপাদনকারী হাবিবুর রহমান, সফল মাছ উৎপাদনকারী মোহাম্মদ মহসিন ও মো. এহেছানুল করিম।
Leave a Reply