আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালী প্রেসক্লাবের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী

বোয়ালখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা রবিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা উপজেলা প্রশাসনের সার্বিক কমর্কান্ডে সাংবাদিকদের সার্বিক সহযোগিতার কামনা করেন। একই সাথে তিনি বোয়ালখালী উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আলম, বাংলা টিভির বিভাগীয় প্রধান মো: লোকমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো: সেলিম চৌধুরী, সাবেক সাবেক অধীর বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, দপ্তর সম্পাদক এস,এম নাঈম উদ্দিন, প্রচার সম্পাদক জাহিদ হাসান প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর