আজ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী

বোয়ালখালীতে নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্যসহকারীদের বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বোয়ালখালী শাখা। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন ইখতিয়ার উদ্দিন ও গীতা পাঠ করেন টিটু কুমার শীল। সংগঠনের সভাপতি সুমন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. প্রতীক সেন।

আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিসিন কনসালটেন্ট ডা. সৌরভ সরকার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) পরিতোষ বড়ুয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এস এম জিহাদ বাবলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মো দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, আবু বক্কর ও মালতী রাণী চৌধুরী।

এতে যোগদানকৃত স্বাস্থ্য সহকারীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন নোবেল দেব। এসময় মাঠপর্যায়ের ১৪ জন নবনিযুক্ত স্বাস্থ্য সহকারীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর