আজ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে ৯৫মন সামুদ্রিক মাছ জব্দ, ৬লক্ষ টাকা জরিমানা


কাইছার হামিদ, নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে ৬৫ দিন সমুদ্রে মাছ আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে আহরণকৃত মাছ রাতের অন্ধকারে বিভিন্ন এলাকায় সরবরাহের দায়ে পৃথক অভিযানে ৯৫ মণ লইট্টা-ফাইস্যা মিশ্র প্রজাতির সামুদ্রিক মাছ ও মাছ বোঝাই একটি বোট জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এ সময় পৃথক অভিযানে সর্বমোট ৬ লক্ষ ২৬ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে পৃথক অভিযান পরিচালনা করে শেখেরখীল ফাঁড়ি হতে ট্রাকভর্তি মাছ চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার সময় উপজেলা সদর এলাকা থেকে ৩৭ মণ সামুদ্রিক মাছ জব্দ ও ২ লক্ষ ৩৪ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়। ওইদিন রাতে বড়ঘোনার খাটখালী পয়েন্টে অভিযান চালিয়ে ৫৮ মণ মাছ, একটি মাছ বোঝাই বোট জব্দ পূর্বক ৩ লক্ষ ৯১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মাহমুদুল ইসলাম চৌধুরী এ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেরিন ফিশারীজ অফিসার সাইফুল ইসলাম, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মামুনুর রশীদসহ খাটখালী কোস্টগার্ডের কর্মকর্তাবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর