আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


অনলাইন ডেস্ক

কোটা সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। নগরের ষোলশহর রেলস্টেশন থেকে কয়েক হাজার শিক্ষার্থীর একটি মিছিল চকবাজারের দিকে যায়। এর আগে বিকেল চারটা থেকে স্টেশনে একত্রিত হতে শুরু করেন আন্দোলনকারীরা।

সংগঠনটির সমন্বয়ক মো. রাসেল আহমেদ জানিয়েছেন, মিছিলটি চকবাজার, কাজীর দেউড়ি হয়ে নিউমার্কেট যাবে। আজকের আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রামের অধিভুক্ত কলেজ ও চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন।

এদিকে মিছিলের সঙ্গে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ব্যাপক উপস্থিতি। সর্বশেষ বিকেল পৌনে ছয়টা নাগাদ শিক্ষার্থীদের মিছিলটি নগরের প্রবর্তক হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবস্থান করে।

এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) নগরের দুই নম্বর গেটে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশ লাঠিচার্জ করলে তারা একপর্যায়ের আমরণ অনশনের ঘোষণা দেন। পরে তাদের কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশে তা প্রত্যাহার করে আজ (শুক্রবার) বিকেল সাড়ে ৪টায় আবার আন্দোলনের কথা জানিয়ে ফিরে যান শিক্ষার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর