কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী মুহাম্মদ নুরুল হক স্ট্রোক করে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর।
শুক্রবার (১২ জুলাই) সাড়ে ৫ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চমেকের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জুলধা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নুরুল হক ও চেয়ারম্যানের আপন ভাগিনা জাহেদুল আলম সুমন।
জানা গেছে, শুক্রবার বিকেলে তিনি হঠাৎ অসুস্থ্যতা বোধ করলে আত্মীয় স্বজনরা তাঁকে প্রথমে কর্ণফুলীর সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান।
সেখানকার চিকিৎসকরা তাঁকে দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে অসুস্থ্য চেয়ারম্যান কে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবরে পুরো কর্ণফুলী ও জুলধা ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর তিনি জুলধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন। পরে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথগ্রহণ করেন। শপথের ২ বছর ৫ মাস ২ দিনের মাথায় তাঁর আকস্মিক মৃত্যু হয়।
Leave a Reply