আজ ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে আনন্দোৎসবে রথযাত্রা সম্পন্ন


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী

বোয়াৱখালীর ঐতিহ্যবাহী জগদানন্দ মিশন থেকে প্রতিবছরের ন্যায় শতশত ভক্ত সনাতনী নর-নারী গনের উপস্থিতিতে নাম কির্ত্তণ আর উলুধ্বনীতে মুখরিত মিশনের মুল ফটক থেকে জগন্নাথ দেবের রথযাত্রা কধুরখীল মিলন মন্দির হয়ে পৌরসভার প্রধান, প্রধানসড়ক প্রদর্শন করে পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দিরে এসে সমাপ্তি হয়।

এ-সময় বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তগন মঙ্গলপ্রদীপ সাঁজিয়ে শঙ্খধ্বনী বাজিয়ে লোকনাথ মন্দিরে ১০দিনের জন্য স্হাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মন্দির পরষদের উপদেষ্টা দিলীপ দে, সুহ্রদ ক্লাবের সভাপতি প্রভাস চক্রবর্ত্তী, মন্দির পরিচালনা পরষদের সাধারণ সম্পাদক অনিল দে, যুগ্ন সাধারণ সম্পাদক বাবলু ঘোষ,উৎসব কমিটির সভাপতি তাপস চক্রবর্ত্তী (মিঠু), মিশনে সাধারণ সম্পাদক পার্থসারতী চৌধুরী,সুব্রত দত্ত রাজু, উৎফল চৌধুরী, বিজয় চক্রবর্ত্তী,প্রিয়জিৎ চক্রবর্ত্তী,রাহুল চক্রবর্ত্তী,সবুজ চক্রবর্ত্তী,সুমন দে,বাবলু চক্রবর্ত্তী,শিমুল পালসহ,ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।

মন্দিরের সাধারণ সম্পাদক অনিল দে বলেন, আজ এ রথযাত্রা উপলক্ষে আমাদের মন্দির পরিচালনা পরষদের পক্ষথেকে শরবত ও হাত প্রসাদের ব্যবস্হা করছি। এ উপজেলা অত্যান্ত সম্প্রীতির। এলাকায় ভক্ত নর-নারীরগন এবং থানা প্রশাসনের সার্ব্বিকসহযোগিতায় খুবই আনন্দে সাথে পালন করেছি। জগন্নাথের রথ যাত্রা উপলক্ষে আমেরিকান প্রবাসী বিশিষ্ট দানবীর রেমিট্যান্স সন্তোষ দে, বিশ্বিজৎ চৌধুরী (বাবুন), জুঁয়েল চৌধুরী, প্রিয়তম দত্ত (টাংকু),ক্লাবের সাধারণত সম্পাদক প্রদীপ চৌধুরী, সিনিয়র সহসভাপতি বিকাশ কান্তি সিকদার ও অন্যান্যরা সনাতনী সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু রোববার (৭ জুলাই)। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।

বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর