আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবহেলিত যুব সমাজের নৈতিকতাবোধ জাগ্রত করে তাদেরকে জনসম্পদে পরিনত করতে হবে


কোতোয়ালী থানা যুবসেনার তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও কর্মী সম্মেলনে বক্তারা

বাংলাদেশ ইসলামী যুবসেনা কোতোয়ালী থানা কমিটির উদ্যোগে আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ:)এর সালানা ওরশ মোবারক ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ৩ জুলাই (বুধবার) বাদে আসর হতে জেল রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে কোতোয়ালী থানা যুবসেনার সভাপতি আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক নাসির দস্তগীরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা এডভোকেট আবু নাসের তালুকদার। বক্তারা বলেন অবহেলিত যুব সমাজের ধর্মীয় চেতনা ও নৈতিকতাবোধ জাগ্রত করে তাদেরকে জনসম্পদে পরিনত করতে হবে। দেশে আজ অগনিত শিক্ষিত অশিক্ষিত যুবক বেকারত্ব দিন কাটাচ্ছে। ফলে এদের মধ্যে অনেকেই নিরউপায় হয়ে অন্যায়ের পথে পা বাড়াচ্ছে। এদেরকে কাজে লাগাতে না পারলে দেশে অন্যায় প্রধান বক্তা ছিলেন আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের লেকচারার ডক্টর আল্লামা মোঃ আনোয়ার হুসাইন। উদ্বোধক ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক হালিশহর শাখার এবিপি ও ম্যানেজার মোঃ ফোরকান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিসে সুরা সদস্য আবুল হাশেম সওদাগর। বিশেষ বক্তা ছিলেন যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সভাপতি যুবনেতা মোহাম্মদ মহিউদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে যুবসেনা চট্টগ্রাম নগর দক্ষিণের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন, লালদীঘি মসজিদের পেশ ইমাম মাওলানা সেলিম উদ্দিন আল কাদেরী,গাউসিয়া কমিটি কোতোয়ালী থানা পশ্চিমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মহসিন, গাউসিয়া কমিটি আন্দরকিল্লা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ,আন্দরকিল্লার বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোঃ জানে আলম সওদাগর, কোতোয়ালি যুবসেনার মো নুরুল আজিম বাপ্পি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ মনসুর আলম লিভলু ,মোহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা মোঃ শাহাদাত, হাফেজ মোহাম্মদ শফি, মোঃ শফিক, মোহাম্মদ নুরুল কাদের, মোহাম্মদ আলমগীর সওদাগর,মোঃ গোলাম ইয়াসিন, মোহাম্মদ ফরিদ হোসেন, মোহাম্মদ জিহান শরীফ, মোঃ আকিব প্রমুখ। পরে মিলাদ কিয়াম এবং তাবরুক পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর