অনলাইন ডেস্কঃ রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় বন্যার পানিতে ভেসে যাওয়া শিক্ষার্থী কৃতিত্ব চাকমার মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে নারিকেল বাগান এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বন্যার পানিতে যে স্থানে কৃতিত্ব চাকমা নিখোঁজ হন সে স্থানে সকালে তার মরদেহ ভেসে ওঠে। এর আগে বুধবার বন্যার পানিতে ডুবে সুহামনি চাকমা (১১) নামে আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
আরও পড়ুন বাঘাইছড়িতে বন্যার পানিতে স্কুলছাত্র নিখোঁজ
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠেল চাকমা বলেন, নিহত কৃতিত্ব চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং স্থানীয় মিল্টন চাকমার ছেলে।
বাঘাইছড়ির নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, এ মৃত্যু মর্মাহত। নিহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন থাকবে বলে জানান।
তথ্যসূত্র: জাগোনিউজ২৪
Leave a Reply