আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এইচএসসি-আলিম পরীক্ষা আজ শুরু: চন্দনাইশে ৩ বোর্ডের ৪কেন্দ্রে পরীক্ষার্থী ২,৫১৩জন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

আজ ৩০ জুন রোববার দেশের অন্যান্য স্থানের মত চন্দনাইশেও ২০২৪ সালের এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড- চট্টগ্রাম’র অধীনে ২টি এইচএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড-ঢাকা’র অধীনে ১টি (চন্দনাইশ সদরস্থ জোয়ারা ইসলামিয়া ফাযিল মাদরাসা) কেন্দ্রে ১১ টি মাদরাসার ছাত্র-ছাত্রী আলিম পরীক্ষা দিবে। দোহাজারিস্থ জামালুর রহমান খান বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজ এবং বরমা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা দোহাজারী কেন্দ্রে (চন্দনাইশ সদরস্থ আমানত ছফা-বদরুন্নেছা মহিলা কলেজ ভেন্যুতে) প্রতিষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড-ঢাকা’র অধীনে একমাত্র কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিবে।

চট্টগ্রাম বোর্ডের অধীনে চন্দনাইশ -১ (গাছবাড়িয়া সরকারি কলেজ) কেন্দ্রে ৫টি কলেজের ১০৯২জন পরীক্ষার্থী, এতে হল সুপার হলেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুদ্দীন ও ট্যাগ অফিসার- ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি। চন্দনাইশ- ২/ বরমা ডিগ্রি কলেজ কেন্দ্রে গাছবাড়ীয়া সরকারি কলেজের ব্যবসায় শিক্ষার মোট পরীক্ষার্থী ৪৫০জন। এতে কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু তাহের ও ট্যাগ অফিসার এইউইও তপন কুমার পোদ্দার।

কারিগরি বোর্ডের দোহাজারি কেন্দ্রে ২কলেজের মোট পরীক্ষার্থী ৫০৯জন। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম ও ট্যাগ অফিসার এইউইও জীবন কানাই সরকার। মাদরাসা বোর্ড/চন্দনাইশ সদরস্থ জোয়ারা মাদরাসা কেন্দ্রে ১০প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২১৮ জন। এ কেন্দ্রের সচিবের দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী ও সহকারী মাওলানা মুহাম্মদ আবদুল মাজেদ। ট্যাগ অফিসার দায়িত্বে আছেন একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম ও শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ জানান, পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর