আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: কক্সবাজার জেলা প্রশাসনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

নতুন অর্থবছরে কক্সবাজার জেলা প্রশাসনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলায় প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিতকরণের লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এবং জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণের মধ্যে উৎসব আমেজে সাক্ষরিত হলো ২০২৪-২০২৫ অর্থবছরের ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)।’

সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নতুন এক অর্থবছরের দ্বারপ্রান্তে নির্ধারিত নতুন সব লক্ষ্যমাত্রা যথাসময়ে অর্জিত হোক নির্বিঘ্ন কর্মযজ্ঞে জেলা প্রশাসন তা মনে করে।

উল্লেখ্য, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি রাষ্ট্রাভ্যন্তরে প্রশাসনিক কর্মকাণ্ডের গতিপথ ও লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি অর্থবছরের সমাপ্তিতে (গৃহীত কার্যাবলির) সূচকীয় লক্ষ্যমাত্রার বিপরীতে একটি অগ্রগতি মূল্যায়ন ব্যবস্থা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর