আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৃত তিমি

কুয়াকাটায় মৃত তিমি


জোয়ারের সময় কুয়াকাটা সমুদ্রসৈকতে বিশাল আকৃতির একটি বেলিন প্রজাতির মৃত তিমি ভেসে এসেছে। ৩০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের মৃত তিমিটি আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে সৈকতের ঝাউ বাগান পয়েন্টে ভেসে আসে। তিমিটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। বর্তমানে সৈকত এলাকায় পচা দুর্গন্ধ ছড়াচ্ছে।

ওয়ার্ল্ড ফিস জীববৈচিত্র গবেষক সাগরিকা স্মৃতি বলেন, মৃত তিমিটি বেলিন প্রজাতির। বেলিন তিমির মধ্যে আবার ১৬টি প্রজাতি রয়েছে। ১৬টির মধ্যে এটি কোন প্রজাতির এবং কি কারণে এটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে এটির নমুনা সংগ্রহ করা হয়েছে। স্তন্যপায়ী এসব প্রাণী গভীর সমুদ্রের ঠান্ডা পানিতে থাকতে পছন্দ করে। কেন এরা অগভীর উষ্ণ পানিতে আসছে তা গবেষণা ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ বিষয়টি নিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এটির কঙ্কাল সংগ্রহ করবে বলে জানিয়েছেন।

পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লহ আল মামুন জানান, বিষয়টি নিয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর