আজ ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২৪ ঘন্টা পর আশরাফ উদ্দিন কাজল মরদেহ উদ্ধার


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:

গত ২২জুন নৌকার সাথে ফেরী ধাক্কায় পরে গিয়ে আশরাফ উদ্দীন কাজল নিখোঁজ হয়েছিল। ২৪ ঘন্টা পর হামিদচর এলাকা থেকে সবার প্রচেষ্টায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস, নৌপুলিশ, নৌবাহিনীসহ কাজলের বন্ধুরা, বোয়ালখালী পৌরসভার মেয়র, সারারাত, সারাদিন কর্ণফুলী নীদতে উদ্ধারে তৎপরতা চালিয়েছিলো।

অবশেষে রবিবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর দক্ষিণ প্রান্তের হাদিমচর মুখে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

তিনি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি সাবেক সভাপতি ও বোয়ালখালীর ১ পরিচালক আশরাফ উদ্দিন কাজল (৪৮)। বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মরহুম মেজর হাবিবুর রহমানের ছেলে।

উদ্ধার হওয়া পর মরদেহটি তার গ্রামের বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হলে সেখানে এক হৃদয়বিদায়ক ঘটনার সুচনা হয়। তাঁর নিকট আত্নীয়সজনদের কান্নাকাটিতে বাতাস ভারী হয়ে ওঠে।

মরহুমের নামাজে জানাজা আজ ২৩ জুন রাত ১০টায় পৌরসভার ৩নং ওয়ার্ড শেখ পাড়া নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

স্হানীয়রা ফেরিঘাটে নৌকায় যাত্রী তোলার সময় প্রবল স্রোতে নৌকাটি ফেরির সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নদীতে পড়ে যান। একজন উঠতে পারলেও অপরজন তলিয়ে গেছেন নদীতে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন স্থানীয় সাংসদ আবদুচ ছালাম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, বোয়ালখালী পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ,পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকারিয়া ভাইসহ সকল নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর