আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের আয়োজনে তরুণ উদ্যোক্তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরই দায়িত্ব নিতে হবে’


অনলাইন ডেস্কঃ ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরই দায়িত্ব নিতে হবে। তরুণদের অদম্য ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুললে তারা অনেক কিছু করে দেখাতে পারে। শুধুমাত্র তরুণদের একটু অনুপ্রেরণা ও সাহস জোগান দিলেই বদলে দিতে পারে তাদের জীবনধারা ও দেশের উন্নয়ন সূচক।’ সম্প্রতি চট্টগ্রাম ওমেন চেম্বারে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এতে এটিএন এডুকেশন, এটিএন সিএমসিএল, মাসুদ খান বিউটি জোন-ঢাকা, গ্লো ওম্যান-ইউকে, ব্রিটিশ বাংলাদেশী তরুণ উদ্যোক্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে চট্টগ্রামের তরুণ উদ্যোক্তারা মতবিনিময় করেছেন।

এসময় বক্তারা আরো বলেন, ‘আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরই দায়িত্ব নিতে হবে। তরুণদের আর্থিক স্বাবলম্বী ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই।’

চট্টগ্রাম ওম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেছেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ওম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন পরিচালক খালেদা আক্তার চৌধুরী।

আরও পড়ুন ওমেন চেম্বারে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভা ৯ জুন

সভায় প্রধান আলোচক ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান, অনামিকা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পোদ্যাক্তা ও ক্রীড়া সংগঠক শেখ নওশেদ সরোয়ার পিল্টু। বাংলাদেশী তরুণ উদ্যোক্তাদের ব্রিটিশে শিল্প উন্নয়ন ও বিকাশ নিয়ে আলোচনায় অংশ নেন দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার সহযোগী প্রতিষ্ঠান এটিএন এডুকেশন লিমিটেড ও এটিএস মিডিয়া কমিউনিকেশন সিইও সাজেদুর রহমান মুনিম, এক্সিকিউটিভ ডিরেক্টর রোকসানা আকতার রিনি, আন্তর্জাতিক ফ্যাশন স্টাইলিস সোহেল আহমদ, বিশ্বখ্যাত বিউটি স্পার্ট সাইফুল আলম মাসুদ, দেশখ্যাত অনলাইন সেলিব্রিটি প্রিন্স মামুন।

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক লায়ন মো. সাজ্জাদ হোছাইনের সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন সংগঠনের চট্টগ্রাম শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, কবি সঞ্জয় কুমার দাশ, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব সরোয়ার আমিন বাবু, কবি বিবি ফাতেমা, সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমান, কবি সোমা মুৎসুদ্দি, আবৃত্তিশিল্পী সেলিম ভূঁইয়া, সাংবাদিক মো. ইকবাল হোছাইন, আরিফুল আকবর, সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, ফারহানা আফরোজ, সাদিউল ইসলাম শাহরিয়ার প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর