মুহাম্মদ আরফাত হোসেন:
মদিনা ইসলামী মিশন বাংলাদেশ আয়োজিত খাজা আবদুর রহমান চৌহরভী (রহ:) ও হযরত শাহসূফি আমানত খাঁন (রহ:)’র ওরশ মোবারক উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা মুরাদপুর খাজা গরীব নেওয়াজ হজ্ব কাফেলা ট্রাভেলস এন্ড ট্যুরিজম হলে সংগঠনের চেয়ারম্যান মাও. নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের কেন্দ্রীয় সহ দপ্তর সচিব ও মদিনা ইসলামী মিশন এর উপদেষ্টা মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। এসময় তিনি বলেন, কুরআন সুন্নাহর অনুশাসন বাস্তবায়ণ ছাড়া সমাজ রাষ্ট্রে শৃংখলা ফিরিয়ে আনা অসম্ভব। মুক্ত চিন্তার নামে মহান সৃষ্টি কর্তার বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন ধরনের সফলতার চিন্তা করা অসম্ভব। তিনি আরো বলেন অলি আল্লাহর সান্নিধ্যে আসলেই সকল প্রকার অশান্তি থেকে পরিত্রাণ পাওয়া যায়।
তিনি সকলকে অলি আল্লাহর পদাঙ্ক অনুসরণের আহবান জানান। পরিশেষে জাকির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সাংবাদিক নুর মোহাম্মদ রানা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম নেজামীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাও. নাছির উদ্দীন চৌধুরী, বাংলাদেশ ইসলামী মিডিয়া ফোরামের মহাসচিব মাও. শাহ ফাইজুল কাবির বদরী, শাহজাদা মাও. গোলাম রাসূল, সৈয়দ মুহাম্মদ সালাহ উদ্দিন খোকন, এড. মীর মো. ফেরদৌস, মাও. ফোরকান কাদেরী, মো. আলমগীর, মো. আনোয়ার, মো. তারেকুল ইসলাম প্রমূখ।
Leave a Reply