অনলাইন ডেস্কঃ একাদশ শ্রেণিতে ভর্তি বাতিল করা ও মানোন্নয়ন দেওয়া শিক্ষার্থীদের বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী আবেদন বাতিলের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন বাতিলের সাথে সেই আবেদন সংশ্লিষ্ট পেমেন্টও বাতিল হয়ে যাবে। নতুন করে আবেদন করার পর পুনরায় আবেদন ফি প্রদান করতে হবে। কলেজে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে যাদের ‘আবেদন বাতিল’ কিংবা ‘মোবাইল নম্বর পরিবর্তন’ করা প্রয়োজন, তাদের অনলাইনে এ সংক্রান্ত একটি ফর্ম পূরণ করতে হবে। এছাড়াও যে সকল শিক্ষার্থী মান-উন্নয়ন পরীক্ষা তাদের ফলাফল স্মার্ট ভর্তির সিস্টেমে কিভাবে ব্যবহার করা হবে সেই বিষয়ে বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন চট্টগ্রামের সরকারি কলেজগুলোয় একাদশে ভর্তির নূন্যতম যোগ্যতা ও আসন সংখ্যা
নির্ধারিত একটি ফর্মে সংশ্লিষ্ট পছন্দ জানানোর শিক্ষার্থীদের সময়সীমা গতকাল শেষ হয়েছে। এর মধ্যে পছন্দের কোন তথ্য না পাওয়া গেলে, শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার ফলাফল স্মার্ট ভর্তির সিস্টেমে ব্যবহার করা হবে।
ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে কলেজগুলোতে ভর্তির জন্য ৯৯ হাজার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক। আগামী ১১ জুন পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করতে পারবে আগ্রহী শিক্ষার্থীরা।
তথ্যসূত্র: পূর্বকোণ
Leave a Reply