আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: কেঁওচিয়ায় কয়েকটি বাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহানুভূতি জানাচ্ছেন আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী

কেঁওচিয়ায় ‘অগ্নিকাণ্ড’, ক্ষতিগ্রস্থদের সহানুভূতি জানাচ্ছেন নুরুল আবছার চৌধুরী


অনলাইন ডেস্কঃ উপজেলার কেওচিঁয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের ব্যবসায়ী পাড়ার পাঁচটি বাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এবং এলাকাবাসীরা। এ ঘটনায় এলাকাটিতে স্থানীয়দের জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা গেছে, গত শনিবার (১ জুন) দিন দুপুরে আকস্মিকভাবে কমপক্ষে পাঁচটি বেড়ার ঘর পুড়েছে। এতে রেজাউল, দেলোয়ার, ওসমানসহ অন্যান্যদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ছবি: পুড়ে যাওয়া ঘরবাড়ি

এলাকাবাসীরা বলছেন, ‘দেলোয়ার নামের নেশাগ্রস্থ এক ব্যক্তি আগুন দিয়ে ঘরগুলো পুড়িয়েছে। এর আগে সে ওই ঘরের মালিকদের এ বিষয়ে হুমকিও দিয়েছিলো।’

আরও পড়ুন সাতকানিয়ার আমিলাইষে মাদক ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

জানতে চাইলে এ প্রসঙ্গে কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ওসমান আলী চাটগাঁর সংবাদকে বলেন, ‘বিষয়টি থানার মাধ্যমে তদন্ত করে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’

এদিকে ক্ষতিগ্রস্তদের সহানুভূতি জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক আলহাজ্ব নুরুল আবছার চৌধরী। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের সদস্যদের সহানুভূতি প্রকাশ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর