আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে কম্পিউটার বেসিক ট্রেনিং ফর টিচার্স প্রশিক্ষণ সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশে উপজেলা আইসিটি ট্রেনিং রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)- ব্যানবেইস এর আয়োজনে ১৫ দিন ব্যাপী (১৩-৩০ মে) “কম্পিউটার বেসিক ট্রেনিং ফর টিচার্স” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। চতুর্থ ও পঞ্চম ব্যাচের এ প্রশিক্ষণে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদরাসা ও কলেজের প্রায় অর্ধশত শিক্ষক অংশগ্রহণ করেন। ৩০ মে ২০২৪ বৃহষ্পতিবার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রোগ্রামার সুলতানা রাজিয়া।

প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ, পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন। প্রশিক্ষক ছিলেন অধ্যাপক রবীন্দ্র চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ সোহেল, শঙ্কর কুমার বড়ুয়া, রূপেন সুশীল, ফরিদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার অপারেটর রবিউল আলম ও ল্যাব এসিস্ট্যান্ট হেলাল উদ্দিন। এতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের সনদপত্র প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর