আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: ছাদাহায় মোহাম্মদুলের জন্য মানববন্ধন

ছদাহায় নিহত মোহাম্মদুলের জন্য মাননবন্ধন


অনলাইন ডেস্কঃ উপজেলার ছদাহা ইউনিয়নে টাকা লেনদেনের বিরোধের জেরে খুন হওয়া মোহাম্মদুল হকের খুনিদের বিচারের আওতায় আনতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার ছদাহার অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। মানববন্ধন চলাকালে উপস্থিত হয়ে বিচারপ্রার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী।

আরও পড়ুন সাতকানিয়ার ছদাহার ৩ দিনে ২ খুন, আইন শৃঙ্খলার অবনতি

এসময় তিনি মোহাম্মদুলের পরিবারকে সান্তনা দেন এবং তার খুনিদের আইনের আওতায় আনার বিষয়ে সহায়তার আশ্বাস দেন।

এলকাবাসীরা বলছেন, এলাকাটিতে কিশোর গ্যাং সন্ত্রাসীদের দৌরাত্ম বাড়ছে, তাদেরকে যারা মদদ দিচ্ছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া না হলে এ ধরনের অপরাধ বেড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ মে (মঙ্গলবার) বেলা ১টার দিকে মিঠার দোকান এলাকায় নির্মমভাবে খুন হয়েছেন ছাদাহার যুবক মোহাম্মদুল। নিহত মোহাম্মদুল দিনমজুর ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর