আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রাম নাগরিক ফোরাম

চট্টগ্রাম শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্তদের মিলনমেলা ৯ জুলাই


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তাদের জন্য একটি মিলনমেলার আয়োজন করা হচ্ছে আগামি ৯ জুলাই। চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে মিলনমেলাটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম মনছুর।

বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার ইতিহাস, ঐতিহ্য এবং শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার আন্দোলনের সাথে ১৯৮৮ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত যারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন এবং শিক্ষা বোর্ড প্রতিষ্ঠায় যেসব এমপি, মন্ত্রী নেত্রীবৃন্দরা ভূমিকা পালন করেছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হবে এই মিলনমেলায়। এতে শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সচিব, কন্ট্রোলার, বোর্ড সদস্যসহ প্রতিষ্ঠালগ্নের কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা নিয়ে আমরা একটি উন্মুক্ত আলোচনা করা হবে। পাশাপাশি শিক্ষাবোর্ড প্রতিষ্ঠায় ভূমিকা পালনকারিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

আরও পড়ুন চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধের দাবিতে বিভাগীয় কমিশনারের দপ্তরে নাগরিক ফোরামের স্মারকলিপি

১৯৯৪ সালের ৯ জুলাইয়ের ছাত্র সংগ্রাম কমিটির হরতাল পালনের দিনকে স্মরণ করে আগামী ৯ জুলাই এই মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরাম।

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টল বন্ধু এসএম জামাল উদ্দিন, মহাসচিব বর্তমান নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ছাত্র সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান নাগরিক ফোরামের মহসিচব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি পালনের উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম নাগরিক ফোরাম।

অনুষ্ঠানে শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার ইতিহাস ভিত্তিক একটি স্মরণীকা প্রকাশ করা হবে। উক্ত মিলনমেলা স্বার্থক ও সফল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যোগাযোগ করার জন্য নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন আহ্বান জানাচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর