আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম জেলায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পন্ন: সিভিল সার্জন


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম জেলায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আগামি ১ জুন (শনিবার) চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ৩২ হাজার ১৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ৮ লাখ ৩২ হাজার ১৭৯ জন। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯৪ হাজার ৪৭৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৩৭ হাজার ৭০২ জন।

এছাড়া একই দিন সিটি করপোরেশন এলাকায় ৫ লাখ ৪৫ হাজার জন শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮৫ হাজার জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬০ হাজার জন।

আরও পড়ুন ‘হিট অ্যালার্ট’ চলাকালে হাসপাতাল পরিচালকদের জরুরি নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর

এ সময় সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম জেলার ১৫ উপজেলার ২০০টি ইউনিয়নে একযোগে এ ক্যাপসুল খাওয়া হবে। এর জন্য স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ ৪ হাজার ৮৩২টি কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। ভ্রমণে থাকাকালীন সময়েও বিভিন্ন স্টেশন, টার্মিনাল, লঞ্চ ও ফেরী ঘাটে শিশুকে টিকা দেওয়া যাবে।’

তিনি আরো জানান, ‘৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী শিশুরা পাবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হবে।’

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. নুরুল হায়দার, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে গত ১২ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর