অনলাইন ডেস্কঃ নগরেীতে ভবন নির্মাণে আইন অবমাননা করলে কড়া পদক্ষেপ নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এজন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে সংস্থাটির পক্ষ থেকে।
সম্প্রতি ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত আদালত নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর আবাসিক এলাকায় আইন না মেনে ভবনের নির্মাণকার্য পরিচালনার অপরাধে এক ব্যক্তিতে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
আরও পড়ুন অবৈধ স্থাপনা-পার্কিং উচ্ছেদে আইন প্রয়োগ অব্যাহত রেখেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত
জানা গেছে, ওই আবাসিক এলাকায় একটি মাদ্রাসার নির্মাণ কাজ চলাকালীন বাউন্ডারী ওয়াল ধসে সিটি কর্পোরেশনের নালায় পড়েছিলো। এসময় নির্মাণাধীন ভবনের বর্জ্য ফেলাসহ আইন না মেনে নির্মাণকার্য পরিচালনার অপরাধে ওই মাদ্রাসার নির্মাণ কার্য পরিচালনাকারী ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেছেন।
Leave a Reply