অনলাইন ডেস্কঃ ষষ্ঠ উপজেলা নির্বাচনের ৩য় ধাপে আনোয়ারায় ভোট আগামি বুধবার (২৯ মে)। এ উপজেলায় ইতোমধ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। এবার চেয়ারম্যান পদে তিন জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন নির্বাচনে লড়ছেন।
চেয়ারম্যান পদে- বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর প্রতীক দোয়াত কলম, অধ্যাপক এম. এ মান্নান চৌধুরীর মোটরসাইকেল ও কাজী মোজাম্মেল হকের মার্কা আনারস।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সুগ্রীব মজুমদার দোলন লড়ছেন তালা প্রতীক নিয়ে, মোহাম্মদ আবু জাফর টিয়া পাখি, সালাউদ্দিন সারো টিউবওয়েল, মো. আবদুল মান্নান মান্নার চশমা, প্রদীপ দত্তের মাইক ও সন্তোষ কুমার দে লড়ছেন বই প্রতীক নিয়ে।
আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের প্রতীক ফুটবল, অ্যাডভোকেট চুমকি চৌধুরীর মার্কা হাঁস এবং পারভীন হাবিব লড়ছেন কলসি প্রতীক নিয়ে।
আরও পড়ুন আনোয়ারায় নির্বাচনের উত্তাপ, চেয়ারম্যান পদে ৩ প্রার্থীই হেভিওয়েট
আজ সোমবার (২৭ মে) ঘুর্নিঝড় রেমালের তাণ্ডবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে প্রচারণা কিছুটা শিথিল থাকলেও নির্বাচনের ক্ষণ ঘনিয়ে আসায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে ভোটের উত্তেজনা বিরাজ করছে। সকাল থেকে আনোয়ারা উপকূলবর্তী ক্ষতিগ্রস্থ মানুষের খোঁজে বেরিয়েছেন তারা।
প্রসঙ্গত, আনোয়ারা উপজেলায় ১১টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৬৮টি। এতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৬শত ৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩ হাজার ৭ শত ৮৯ জন ও মহিলা ভোটার ৯৪ হাজার ৮শত ৯৬ জন।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply