আজ ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস


এস এ নয়ন, রাঙ্গুনিয়াঃ উপজেলায় এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম চিশতী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক হোসনে আরা বেগম কোনো প্রতিদ্বন্দি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এ উপজেলায় ২১ মে কেবল ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হয়েছে।

নির্বাচনে ৯০ হাজার ৫১১ ভোট পেয়ে শেখর বিশ্বাস বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ওমর ফারুক পেয়েছেন ৪ হাজার ৮৫২ ভোট।

আরও পড়ুন রাঙ্গুনিয়ার ধামাইরহাট সড়কে খানাখন্দ, জলবদ্ধতা

এবার মোট ভোটর ছিলো ২ লাখ ৯৮ হাজার ৬৭৯টি। যারমধ্যে সংগ্রহ হয়েছে ৯৫ হাজার ৩৬৩টি। অর্থাৎ নির্বাচনে ৩১ দশমিক ৯২ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।

ভোটের এই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর