আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন, মূল্যতালিকা না থাকা ও প্রতিশ্রুত পন্য সরবরাহ না করার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মে) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোহাজারী পৌরসভা সদর ও ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

তিনি জানান, “দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীনভাবে উৎপাদিত আইসক্রিম মোড়কজাতের মাধ্যমে বাজারজাত করে আসছিলো দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিউ আনারকালী এবং নিউ রুচি আইসবার নামক বেনামী দুইটি প্রতিষ্ঠান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ওই দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযানে পৌরসভা সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৩৮ ধারায় ব্যবসায়ী মোঃ পারভেজকে ২৫ হাজার টাকা এবং ৩৯ ধারায় আব্দুস সবুরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।”

অভিযানে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম এবং ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মোহাম্মদ আরিফুল হক সহায়তা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর