আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাজিম মুহুরীর পক্ষে হারুয়ালছড়িতে চা শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণকালে ১জন আটক


ফটিকছড়ি প্রতিনিধি

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে হারুয়ালছড়ি রাঙ্গাপানি চা বাগানের শ্রমিকদের মাঝে খাবার বিতরণের অপরাধে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দীন মুহুরীর এক সমর্থককে আটক করেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল ১১ টায় ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন।

এ সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী জনাব নাজিম উদ্দিন (মুহুরী)’র পক্ষে চা বাগানের শ্রমিকদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করার অপরাধে হাজারিখীল এলাকার মৃত দারিকা মোহন নাথ এর সন্তান প্রদীপ কুমার নাথ প্রকাশ লক্ষণ বাবুকে উপজেলা নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ ভঙ্গের অপরাধে একই বিধিমালার ৩২ বিধি অনুসারে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া জব্দকৃত প্রায় ৩০০ পিছ কলা ও ৩০০ পিছ বনরুটি ফটিকছড়ি উপজেলার একটি এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর