আজ ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সৌদি আরবে আরো ১ বাংলাদেশি হজগামীর মৃত্যু


অনলাইন ডেস্কঃ সৌদি আরবে আরো একজন বাংলাদেশি হজগামী ইন্তেকাল করেছেন। রবিবার (১৯ মে) রাত ২টায় হজ পোর্টালের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজ পোর্টালের তথ্যানুসারে, মো. মোস্তফা নামের ৮৯ বছর বয়সি ওই হজযাত্রী শনিবার মক্কায় মৃত্যুবরণ করেন। এরই মধ্য দিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এ পর্যন্ত দু’জনের মৃত্যু হলো। গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। তিনি মদিনায় মসজিদে নববীতে ইন্তেকাল করেছিলেন।

আরও পড়ুন মসজিদে নববীতে ১ বাংলাদেশির মৃত্যু

এদিকে চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ থেকে ২৮ হাজার ৭৬০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৫ হাজার ১৩ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৭২টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর