আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালী উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন যারা


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী

সারাদেশের মত বোয়ালখালীতে আগামী ২৯মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়েছে বোয়ালখালীর ১৫ জন প্রার্থী। আজ (১৩ মে) সোমবার সকালে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী, পাঁচজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২৪ এর রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রামানিকের স্বাক্ষরে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম সেলিম (কাপ-পিরিচ), আমিন চৌধুরী-(মোটর সাইকেল), জাহেদুল হক-(হেলিকপ্টার), নুরুল রেজাউল করিম (দোয়াত কলম), মোহাম্মদ শফিউল আলম (ঘোড়া), বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এস.এম নুরুল ইসলাম (টেলিফোন) ও মো. শফিক (আনারস)।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন, মোহাম্মদ মীর নওশাদ (টিউবওয়েল), মোহাম্মদ রিদওয়ানুল হক (চশমা), মোহাম্মদ সেলিম উদ্দীন (তালা), শফিকুল আলম (টাইপ রাইটার) ও সজল কান্তি চৌধুরী (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন, শামীম আরা বেগম (প্রজাপতি), মর্জিনা বেগম (কলসি) ও মোছাম্মৎ উম্মে সালমা (ফুটবল)। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল আলমের প্রতীক (টাইপ রাইটার) পছন্দ না হওয়ায় তিনি প্রতীক পরিবর্তন করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

তফসিল অনুযায়ী, আগামী (২৯ মে) বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে একটানা ভোট গ্রহন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর